প্রেম ও বিয়ের মধ্যে পার্থক্য কি ?
প্রেম ও বিয়ের মধ্যে পার্থক্য কি ?
Add Comment
আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সখি ভাবনা কাহারে বলে’ গানটা শুনেছেন? শুনে নিলে ভালো করবেন। আপনি যে দুটো পংক্তি উল্লেখ করলেন, তা কার লেখা আমার অবশ্য জানা নেই।পড়ে মনে হলো এর রচয়িতা তার নিজের জীবন অভিজ্ঞতা থেকে এ কথাগুলো লিখেছেন। সবাই জীবনকে এক রকম করে দেখে না। জীবনকে কত সুন্দর, রঙীন আর বৈচিত্র্যময়তার মধ্যে বিখ্যাত কবি সাহিত্যিকরা দেখেছেন! আপনি না হয়, তাঁদের চোখ দিয়ে জীবনকে দেখার চেষ্টা করুন। প্রকৃতির যেদিকেই তাকাবেন সেখানে জীবনের, প্রাণের উচ্ছ্বাস খুঁজে পাবেন। প্রেম আর বিয়ে দুটি ভিন্ন বিষয়। নর নারীর মধ্যে পারস্পরিক মানসিক ও জৈবিক আকর্ষণ থেকে প্রেমের সূত্রপাত। প্রেমের নির্দিষ্ট কোন সংজ্ঞা কেউ দিতে পেরেছে বলে আমার জানা নেই। আর বিয়ে হলো একজন নারী ও একজন পুরুষের সামাজিক, ধর্মীয়, আইনগতভাবে পরিবার গঠনের একটি চুক্তি।