প্রেম ও ভালোবাসার মধ্যে তফাৎ কি?
প্রেম ও ভালোবাসার মধ্যে তফাৎ কি?
Add Comment
প্রেম ভালোবাসার মধ্যে পার্থক্য হলো:
দু’জন ব্যক্তির সমন্বয়ে তৈরি হওয়া সম্পর্ক’ই প্রেম। প্রেম কখনো একমুখী হয় না। অপরদিকে ভালোবাসা একমুখীও হয়। এবং সব প্রেমের সম্পর্কেই ভালোবাসা থাকে কিন্তু সবার ভালোবাসাই প্রেমের মাধ্যমে পরিপূর্ণতা পায় না।
উদাহরণ: ‘লাইলি মজনু’ দু’জন দু’জনের মধ্যে ভালোবাসা ছিলো এবং প্রেমও ছিলো গভীর। তাঁরা একে অপরকে ভালোবেসে। (এখানে একে অপরের মধ্যে ভালোবাসার সমন্বয়ে গঠিত সম্পর্ক প্রেমে পরিণত হয়েছে।)
• অপরদিকে আপনি কেবলই যখন একাই কাউকে ভালোবাসবেন তখন সেটা হবে ‘ভালোবাসা’। কিন্তু প্রেম হবে না।
[সকল প্রেমের সম্পর্কেই ভালোবাসা থাকে কিন্তু সব ভালোবাসা প্রেমে পরিণত হয় না]