প্রেম করলে কি পড়াশোনা ঠিকভাবে করা যায়?
প্রেম করলে কি পড়াশোনা ঠিকভাবে করা যায়?
Add Comment
প্রেম করার সাথে পড়াশোনার কোনো দ্বান্দ্বিকতা নেই;কোন সংঘর্ষও নেই।এটি অত্যন্ত বহুলবিদিত আবেগি যুক্তি যে,প্রেম করলে নাকি পড়াশোনায় ব্যাঘাত ঘটে।এটি একটি তথাকথিত নেতিবাচক,ঠুনকো ও রক্ষণশীল ন্যারেটিভ।একে একটি অপবয়ানও বলা যেতে পারে।
বরং আমি তো শুনেছি প্রেম করে কেউ দার্শনিক হন,কেউ কবি হন,কেউ কেউ শিল্পী হন,কেউ কেউ প্রেমের কল্যাণে আরো বেশি যুক্তিবাদী হন।কাজেই আমি মনে করি- প্রেম করে কেউ কখনো দেউলিয়া হয় না।তাই যত বেশি পারুন- নতুন নতুন প্রেম করুন এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করুন।