প্রেমিকাকে খুশি রাখার উপায় কী?
প্রেমিকাকে খুশি রাখার উপায় কী?
Add Comment
- প্রেমিকাকে যত বেশি পারুন প্রশংসার বন্যায় ভাসিয়ে দিন।
 - কাউকে খুশি করতে উপহারের চাইতে বড় কোন ঔষধ পৃথিবীতে খুব বেশি আবিষ্কার হয়নি।
 - তার মন এবং মুভমেন্ট বোঝার চেষ্টা করুন।সে অনুযায়ী মধু ঢালুন।
 - প্রেমিকাকে নিয়ে বিভিন্ন খানে ঘুরে বেড়ান।
 - ফুল পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে বিরল। কাজেই প্রেমিকার জন্য ফুলের আয়োজন রাখতে পারেন।
 - প্রেমিকার চাহিদাটা বোঝার চেষ্টা করুন।একজনের চাহিদার সাথে অন্যজনের চাহিদা মিলবে না।
 - ধার্মিকদের জন্য এক রকম আচরণ আর উদারদের জন্য আরেক রকম আচরণ বরাদ্দ রাখতে হয়।
 - প্রেমিকার মত করে নিজের আচরণের পরিবর্তন করুন।
 - সহমত পোষণ করুন।অযথা মাতামাতি করে কোন লাভ নেই।
 - প্রেমিকার শপিং করতে ভালো লাগল,নিয়মিত শপিং এ যান।
 - অনেকে আছেন চকলেট,আইসক্রিম,ফুচকা এসব মারাত্মকভাবে পছন্দ করেন।কাজেই প্রেমিকা কি খেতে ভালোবাসে সেটা মাথায় রাখুন।