ফুলের টবে পাথরের টুকরো রাখা হয় কেন ?
ফুলের টবে পাথরের টুকরো রাখা হয় কেন ?
Add Comment
ফুলের টবে মাটিসহ ফুলের চারা রেখে মাটির উপরে পাথরের টুকরো ছড়িয়ে রাখা হয়, মূলত দুটি কারণেঃ
১। সৌন্দর্য বর্ধনের জন্যঃ ফুলের টবে মাটিসহ ফুলের চারা রেখে মাটির উপরে পাথরের টুকরো বিছিয়ে দিলে শোভা বৃদ্ধি পায়, সুন্দর দেখায়।
২। পাথরের টুকরো বিছিয়ে রাখা হয়, যাতে করে কোনো কারণে (বৃষ্টি, বর্ষা বা অন্য কোনো কারণে) ফুলের টবের মাটি সরে না যায়। তাছাড়া পাথরের মাধ্যমে পানি পরিশোধন বা পরিষ্কার হয়।