ফেসবুক থেকে কীভাবে দূরে থাকা যায়?
ফেসবুক থেকে কীভাবে দূরে থাকা যায়?
Add Comment
- ফেসবুক একাউন্ট ডিএক্টিভেট করুন,না হয় ডিলিট করে ফেলুন।
- ফেসবুক এর বিকল্প অন্য কোন সামাজিক মাধ্যমে জড়িয়ে পড়ুন।
- মোবাইলের ডিসপ্লে থেকে ফেসবুক অ্যাপসটি চিরতরে আনইনস্টল করে দিন(যেহেতু আপনি দূরে থাকতে চাচ্ছেন)!
- ফেসবুকের যেসব বন্ধুবান্ধবকে উগ্র এবং বিষাক্ত মনে হবে,তাদেরকে সাথে সাথেই আনফ্রেন্ড করে দিন।
- প্রয়োজনে ফেসবুকে বন্ধুর সংখ্যা শূন্যের তালিকায় নিয়ে আসতে হবে।কারণ ফেসবুকে যার বন্ধুবান্ধব যত বেশি তার এডিক্টেড হয়ে যাওয়ার প্রবণতাও ততবেশি।
- ফেসবুকে পদচারণা কমাতে হলে ফেসবুকে কোন ধরনের ছবি আপলোড করা যাবে না এবং কোনো ধরনের পোস্ট শেয়ার করা যাবে না।