ফেসবুক হ্যাকিং থেকে বাঁচার উপায় কী?

    ফেসবুক হ্যাকিং থেকে বাঁচার উপায় কী?

    Doctor Asked on October 25, 2016 in সাধারণ.
    Add Comment
    1 Answer(s)

      নিচের সাবধানতাগুলো অবলম্বন করলে আপনার প্রিয় ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকারদের কবল থেকে নিরাপদে থাকবে বলে আশা করি।

      ১। শক্তিশালী পাসওয়ার্ড। এমন পাসওয়ার্ড সেট করুন যা সহজে অনুমান করা কঠিন। পাসওয়ার্ডে alphanumeric character ছাড়াও special character ব্যবহার করুন।

      ২। ফেসবুক আইডিতে ব্যবহার করা ই-মেইল এর পাসওয়ার্ড এবং ফেসবুক আইডির পাসওয়ার্ড যেন এক না হয় সেদিকে লক্ষ্য রাখুন।

      ৩। ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করুন এবং Login approval চালু করুন। এতে কেউ যদি আপনার পাসওয়ার্ড জেনে ফেলে এবং কোন unrecognized device থেকে ফেসবুকে login করার চেষ্টা করে তাহলে ফেসবুক আপনার মোবাইল নাম্বারে একটি security code পাঠাবে। হ্যাকার আপনার মোবাইলে পাঠানো সেই security code না জানলে আপনার account এ login করতে পারবে না।

      ৪। সাইবার ক্যাফে বা পাবলিক কম্পিউটারে ফেসবুক ব্যবহারের সময় ব্রাউজারে Private browsing অথবা Private window ব্যবহার করতে পারেন। এতে browsing history তে আপনার activity রেকর্ড হবে না।

      ৫। ফেসবুকের লগইন করার সময় অবশ্যই লক্ষ্য করবেন অ্যাড্রেসটি মূল ফেসবুকের অ্যাড্রেস কী না। facebook.com এর পরিবর্তে যদি facebookie.com, facabook.com ইত্যাদি দেখা যায় তবে কখনোই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন না।

      ৬। ফেসবুকে মাঝে মাঝে নানারকম app/link পাওয়া যায়। (যেমন : প্রোফাইল পিকচারকে পতাকা বানানো, কত সালে মারা যাবেন সেটা দেখা, Who is your soul mate?) এধরণের প্রায় সবগুলোই বিপদজনক। এসব ব্যবহার না করাই ভালো। এসব app/link প্রায় সবক্ষেত্রেই আপনার personal info. ব্যবহার করে।

      ৭। নিশ্চিত না হয়ে কোথাও থেকে আসা Facebook Password Reset Confirmation এ রকম ই-মেইলে পাসওয়ার্ড রিসেটে ক্লিক করবেন না।

      ৮। software cracker, key generator এসব না বুঝেই ইন্সটল করে ফেলবেন না। এ ধরণের software এ keylogger, trozan, spyware এসব থাকার সম্ভাবনা বেশি থাকে।

      Professor Answered on October 25, 2016.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.