ফ্রিকলস এর ট্রিটমেন্ট সম্পর্ক জানতে চাই…
ফ্রিকলস এর ট্রিটমেন্ট সম্পর্ক জানতে চাই…
Add Comment
ফ্রিকলস বা তিল বা ছোপ ছোপ দাগ হচ্ছে জেনেটিক এবং হরমোনজনিত কারণে হয়। এটা প্রতিরোধ করা প্রায় অসম্ভব। এর জন্য ত্বকের বিশেষ যত্ন নিন। অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে, রোদ ধুলো বালি এড়িয়ে যেতে হবে। হরমোন নির্ভর ওষুধ খেতে হলে ডাঃ এর পরামর্শ নিতে হবে। জন্মনিয়ন্ত্রণে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এখন অত্যাধুনিক লেজার সার্জারির মাধ্যমে তিল তুলে ফেলা যায়। কিন্তু হরমোন স্টাডি না করা হলে এটি আবার হতে পারে। এক্ষেত্রে আপনি একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।