বড় হওয়ার সাথে সাথে কোন অভ্যাসগুলি ত্যাগ করা উচিত?
১. স্যার, ও আমাকে পচা কথা বলছে ; আম্মু, ও আমাকে মারছে —এভাবে অনর্থক বিচার দেয়ার অভ্যাস ত্যাগ করুন।
২. রাস্তায়/ রেস্তোরাঁয় কাপল হাতের ওপর হাত বা যা-ই করুক না কেন চোখ বড় বড় করে তাকানোর অভ্যাস ত্যাগ করুন।
৩. রাস্তায় কোনো মানুষকে দেখাতে আঙুল দিয়ে চিহ্নিত করার অভ্যাস ত্যাগ করুন।
৪. নিজ স্বার্থের জন্য বন্ধুদেরকে ফাসানোর অভ্যাস ত্যাগ করুন।
৫. বলদের মতো একজনের কথা না বুঝে অন্য জনের কাছে সরাসরি বলার অভ্যাস ত্যাগ করুন।
৬. কথা বেশি বলার অভ্যাস ত্যাগ করুন।
৭. যে-ই হোক না কেন তাদের প্রাইভেট জিনিসে বিনা-অনুমতিতে তল্লাশি/হাত দেয়ার অভ্যাস ত্যাগ করুন।
৮. পরিবারের আয়-ব্যয় এর হিসাব না বুঝে অভিভাবক এর নিকট হুটহাট যেকোনো জিনিসের দাবির অভ্যাস ত্যাগ করুন।
৯. অপরের ‘ego’ কে কষ্ট দেয়ার অভ্যাস ত্যাগ করুন।
১০. সোশিয়্যাল মিডিয়ায় অযথা অচেনাদের সাথে তর্কে জড়িয়ে নিজের সময় নষ্ট করার অভ্যাস ত্যাগ করুন।