বন্ধুরা বলছে প্রেমে শারীরিক সম্পর্ক না করলে মেয়েরা থাকেনা…
আমি একজনকে প্রচন্ড ভালবাসি। কিন্তু তার আচরণে মনে হয়না সে আমাকে ভালবাসে। যদিও সে মেয়ে বারবার বোঝানোর চেষ্টা করে সে আমাকে ভালবাসে। অথচ আমারর সাথে সম্পর্ক থাকা সত্বেও সে ফেসবুকে ২ টা সম্পর্ক করছে।
তার স্বভাব ভাল না। নিজেই ছেলেদের ম্যাসেজ করে এবং এমন ব্যবহার করে যাতে ছেলেটা আকৃষ্ট হয়ে যায়। আমি খুব লাজুক তাই তার সাথে ভাল করে মিশতেও পারিনা। এবং ইতিমধ্য আমার বন্ধুরা বলছে ওর সাথে শারীরিক সম্পর্ক করতে। আমার প্রেমিকা হয়ত আমি বললেই রাজি হবে। কিন্তু আমি ওকে এভাবে আটকে রাখতে একদম ইচ্ছুক নই। কিন্তু বন্ধুরা বলছে প্রেম করে শারীরিক সম্পর্ক না করলে মেয়েরা থাকেনা।
আমি তাকে খুব ভালবাসি এবং আমি ইসলাম বিরোধী শারীরিক সম্পর্ক করতে চাইনা। আমি বুঝতে পারছিনা সে কি আমাকে ভালবাসে? আর যদি বাসে তাহলে আমি কী করে তাকে আটকাবো? তার উপর আমার বিশ্বাস হারিয়ে ফেলছি।
আপনার চিন্তা ধারার জন্য প্রশংসা জানাই ভাইয়া। এত অল্প বয়সে এত সুন্দর চিন্তা খুব কম ছেলের মাঝেই দেখা যায় আজকাল। আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন শারীরিক সম্পর্ক না করার ব্যাপারে।
আপনার বন্ধুরা যা বলছেন, সেটা একেবারেই ঠিক নয়। যে যাবার, সে যাবেই। আপনি শারীরিক সম্পর্ক করে তাঁকে ধরে রাখতে পারবেন না। আর ভাইয়া, মানুষকে ধরে রাখা যায়ও না। মানুষ তো আর পাখি না যে খাচায় পুড়ে রাখবেন। আপনার যেহেতু মনে হচ্ছে মেয়েটিকে আর বিশ্বাস করতে পারছেন না, সেক্ষেত্রে সম্পর্ক ভেঙে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে। তাছারা আমারও মনে হচ্ছে না যে মেয়েটি আপনাকে ভালবাসে বা আপনার সাথে জীবন গড়তে চায়।