বমি ও কাশির সাথে রক্ত গেলে করনীয় কি?
বমি ও কাশির সাথে রক্ত গেলে করনীয় কি?
Add Comment
কখন থেকে রক্ত আসছে বা কি পরিমাণ রক্ত আসছে তা প্রশ্নে উল্লেখ নাই,তবে রক্তের পরিমাণ অধিক হলে বা এখনো রক্ত আসতে থাকলে দ্রুত চিকিৎসা নিতে হবে।
তাই রোগীকে প্রথমত দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে পরীক্ষা করাতে হবে।রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
এ সময় রোগীকে পুরো বিশ্রামে রাখতে হবে।ভারী কোন কাজ করা যাবে না।একেবারে টেনশন ও দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে।অতিরিক্ত টেনশন রোগীকে আরো আশঙ্কাজনক করে তোলে।