বর্তমানে নিজেকে সব দিক দিয়ে এগিয়ে রাখার জন্য কী কী কোর্স করা যেতে পারে?
বর্তমানে নিজেকে সব দিক দিয়ে এগিয়ে রাখার জন্য কী কী কোর্স করা যেতে পারে?
Add Comment
- কমিউনিকেশন স্কিল। প্রথম এবং সবচেয়ে বেশি প্রয়োজনীয় হলো কমিউনিকেশন স্কিল।
- ছবি তোলার স্কিল। এটি আমি ব্যক্তিগতভাবে চর্চা করে অনেক সুফল লাভ করে আসছি। ভালো ছবি তুলতে পারলে আপনি সবার কাছ থেকেই পাত্তা পাবেন।
- পার্সোনাল সেইফটি আর বেসিক কম্ব্যাট স্কিল। বর্তমান যুগে নিজেকে সেইভ করার সবচেয়ে প্রয়োজনীয় স্কিল এটি। আর মেয়ে হলে তো কথাই নেই।
- মার্কেটিং স্কিল। এই স্কিল এর মাধ্যমে আপনার কাজের অভাব কখনোই হবে না, কখনোই না।
- ল্যাংগুয়েজ ফ্লুয়েন্সি স্কিল। এটি আপনাকে আরও বেশি কনফিডেন্ট আর আকর্ষনীয় করে তুলবে।
- বাদ্যযন্ত্র বাজানোর স্কিল। বরাবরের মতোন ই গিটার কিংবা পিয়ানো তে পারদর্শী মানুষের কদর বেশি।
- সাঁতার কাটা। সাঁতার হলো জীবনের জন্য।
- এনকারিং স্কিল। এই স্কিলটি খুবই কম মানুষ আয়ত্ত্ব করতে পারে। কিন্তু, এর মাধ্যমে অনেক খ্যাতি আর সম্মান লাভ করা সম্ভব।
- মেইন্টেন্যান্স স্কিল। মেইন্টেনেন্স মে যে শুধু ব্যবস কিংবা অফিস মেইন্টেইন করা, এমনটি নয়। নিজের ঘির মেইন্টেইন করাও একটি বড় স্কিল।
- মেডিটেশন। এর মাধ্যমে আপনি এক নতুন আপনাকে চিনতে পারবেন।