বাসায় বসে কী করে ফটোশপের কাজ শিখতে পারি?
বাসায় বসে কী করে ফটোশপের কাজ শিখতে পারি?
Add Comment
মরা অনেকেই ফটোশপ শিখতে চাই। ফটোশপ শিখা কিন্তু সহজ না। ফটোশপ শিখার জন্য প্রয়োজন হল অনেক ধৈর্য এবং প্র্যাকটিস করা। আর আপনি যেহেতু নিজে নিজে ব্যাপারটা আয়ত্ত করতে চান তাই আপনাকে এটার জন্য একটু বেশিই সময় দিতে হবে। আমি আপনাকে কয়েকটি বইয়ের নাম দিচ্ছি। এগুলো আপনার ফটোশপ শিখার পথে কিছুটা হলেও সাহায্য করবে বলে আশা করি।
১। Photoshop CC Bible, By Lisa Dayley, Brad Dayley
২। Photoshop CC: The Missing Manual, By Lesa Snider
৩। Adobe Photoshop CC on Demand, By Steve Johnson
এছাড়া আপনি ইন্টারনেট ঘাঁটলে বাংলায় লেখা ফটোশপের কিছু বই এবং অনেক টিউটোরিয়াল, ব্লগ ইত্যাদি পাবেন। শুভকামনা