বিয়ের আগে কি করা উত্তম?

    Add Comment
    1 Answer(s)

      বিয়ের আগে একজন পুরুষের কিছু ব্যাপার নিয়ে চিন্তা করা অবশ্য কর্তব্য।

      আপনার শারীরিক যোগ্যতা কি আছে বিয়ে করার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়।

      আপনি যদি সেক্স করতে আগ্রহ না পান বা পুরুষত্বে সমস্যা থাকে তবে বিয়ে করার আগে দশবার ভাববেন। মনে রাখবেন, যে যাই কিছু বলুক, একটা বিবাহিত মেয়ে আপনার কাছ থেকে প্রথমেই শারীরিক সুখ বা সেক্সুয়াল স্যাটিসফেকশন চায়। আপনি কি তাকে সেটা দিতে সক্ষম? মেয়েরা এসব মুখে বলে না কিন্তু শারীরিক অনেক কষ্ট পায় যদি স্বামীর সাথে সেক্সুয়াল রিলেশন ভালো না থাকে। তাই সেক্স বিষয়টি স্বামী-স্ত্রীর মধ্যে খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়।

      আপনি যদি মনে করেন আপনি এখন বিয়ে করতে শারীরিকভাবে ফিট না তবে বিয়েটা আরো পরে করুন। ভালো মেয়ে হাত ছাড়া হয়ে যাবে এই চিন্তা করে বিয়ে করে ফেললে আপনার জন্য বিপদ আসছে সামনে। আজকাল অনেক মেয়ে স্বামী ঠিকমতো আদর করতে পারে না এই অভিযোগে ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয়। একটা পুরুষের চাইতে একটা মেয়ের সেক্সুয়াল চাহিদা কয়েকগুন বেশি থাকে কিন্তু লজ্জার কারনে এসব নিজের ভিতর রাখে।

      তাই আপনি যদি একজন দায়িত্ববান ব্যাচেলর পুরুষ হয়ে থাকেন তবে বিয়ে করার আগে নিজের শরীরকে জানুন প্রথমে। আপনি কতটা শারীরিকভাবে ফিট আছেন সেটা জানুন।

      বিয়ের আগে সেক্স করার দরকার নাই কিন্তু বিয়ের আগে অবশ্যই কিছু ডাক্তারী পরীক্ষা করে নিবেন। আপনার এরেক্টাল ডিসফাংশন বা লিংগ উত্থান জনিত সমস্যা আছে কিনা সেটা জেনে নিন। এটা পরীক্ষা একদম সহজ। গোসল করার সময় নিজের পুরুষাংগ নাড়াচাড়া করে দেখবেন সেটা শক্ত হতে কত সময় নেয়। যদি ঠিকভাবে অনেকক্ষন শক্ত থাকে তবে আপনার পুরুষত্ব ঠিক আছে কিন্তু যদি দেখেন ১ মিনিটের মধ্যেই ফ্ল্যাসিড অবস্থায় চলে যায় মানে নরম হয়ে যায় তবে বুঝবেন পুরুষত্বহীনতায় ভুগছেন।

      এই পরিস্থিতিতে বিয়ে করা রিস্কি ব্যাপার। সেক্স করার সময়ে দেখা যাবে মিনিটের মধ্যেই এরেক্টাল ডিসফাংশনে ভুগছেন। তাই এই সমস্যা দেখা দিলে বিয়ের আগেই অবশ্যই একজন ভালো সেক্স বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন। তিনি কিছু পরীক্ষা করে আপনাকে ট্রিটমেন্ট প্ল্যান দিবেন। সেই অনুসারে চিকিৎসা নিলে ভালো হয়ে যাবেন।

      একজন সচেতন পুরুষের নিজের বীর্য বা সিমেন এনালাইসিস পরীক্ষাটাও বিয়ের আগে করা উচিত। যদি বীর্যে শুক্রানু একেবারে শূন্য অবস্থায় থাকে তবে বিয়ে এখন করবেন না। শুক্রানু কম থাকলে বিয়ে করতে পারেন তবে শুক্রানু একেবারে শূন্য থাকলে আগে ফার্টিলিটি সেন্টারে গিয়ে ভালো চিকিৎসা করান। অনেক ক্ষেত্রে এই সমস্যা চিকিৎসায় ভালো হয়ে যায়।

      বিয়ের আগে অবশ্যই চিন্তা করবেন আপনি কতটা নিজে স্বাবলম্বী। অর্থ সংকট থাকলে বিয়েটা দেরিতে করলেই ভালো।

      মন না চাইলে কারো জোর জবরদস্তিতে বিয়েতে সম্মতি দিবেন না। দিলে সারাজীবন ভুগবেন। যখন মন সাড়া দিবে তখনই বিয়ের জন্য পাত্রী দেখতে বলবেন।

      Professor Answered on October 4, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.