ভাই আমরা কি অমুসলিমদের বাসায় সালাত আদায় করতে পারি?
ভাই আমরা কি অমুসলিমদের বাসায় সালাত আদায় করতে পারি?
ডাঃ জাকির নায়েকঃ আমি আগেও বলেছিলাম আমাদের নবীজি (সা) বলেছেন এটার উল্লেখ আছে সহীহ আল বুখারীতে। “এই পৃথিবীকে আমার এবং আমার উম্মতের জন্য সিজদার স্থান হিসেবে সৃষ্টি করা হয়েছে”।
আপনি পৃথিবীর যে কোনো জায়গায় সালাত আদায় করতে পারবেন। তবে জায়গাটা হতে হবে পবিত্র। এছাড়াও কিছু নিয়ম-কানুন আছে। যদি কোনো অমুসলিম এর ঘরে নামায পড়তে চান তবে কোনো পবিত্র কাপড়ের উপর পবিত্র জায়গায় সালাত আদায় করতে পারেন। খেয়াল রাখবেন যেখানে নামায পড়বেন, তার সামনে যেন কোনো মূর্তি বা ছবি না থাকে, মাঝে একটি সুতরা ব্যাবহার করবেন। আমাদের নবীজি একথা বলেছেন। এমনকি একটি তীর ও সুতরা হতে পারে। সহীহ বুখারীতে উল্লেখ আছে, এই সুতরা একটি দড়িও হতে পারে।
আপনি যদি সালাতের নিয়মগুলো মেনে চলেন তাহলে অমুসলিমদের ঘরেও সালাত আদায় করতে পারেন। তবে জায়গাটা যেন পবিত্র হয় এবং সামনে যেন কোনো মূর্তি বা ছবি না থাকে। আশা করি উত্তরটা পেয়েছেন।