ভালো থাকার উপায় কি কি?
“ভালো থাকা” কথাটি মানুষের। এটা মানুষের একটি মৌলিক চাহিদা। তো এর জন্য আমাদের জানা দরকার ভালো থাকার কাকে বলে।
মানুষ সাধারণত সৃষ্টি। মহান স্রষ্টা তাকে সৃষ্টি করেছে। সেই জন্য তার সৃষ্টি মানুষের ভালো থাকার বিষয়টি তিনিই বলতে পারেন।
এই জন্যই তো আমাদেরকে প্রথমে স্রষ্টা কে চিনতে হবে। তারপর তার প্রেরিত বাণী বা গ্রন্থকে চিনতে হবে। এবং স্রষ্টা যাকে দিয়ে তার বাণী মানুষের নিকট পৌঁছেছেন তাকে চিনতে হবে।
এভাবে আমরা যদি প্রকৃত স্রষ্টার গ্রন্থ চিনতে পারি, যে গ্রন্থ মানুষের জন্য জীবন যাপনের নির্দেশাবলী প্রদান করে – সেই গ্রন্থ অনুযায়ী চলতে পারলেই আমরা ভালো থাকতে পারবো।
আমার নিকট প্রকৃত স্রষ্টা হলেন একজন তিনি মহান আল্লাহ। যার পাঠানো জীবন বিধান হল ইসলাম। এটি তার প্রেরিত গ্রন্থ ও তার প্রেরিত রাসূলের মাধ্যমে পৃথিবীতে বাস্তবিক অনুশীলন করে গেছেন।
আমি প্রতিটি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, জৈন, শিখ প্রভৃতি ধর্মালম্বী ভাই-বোনদের অনুরোধ করবো তারা জিজ্ঞাসু দৃষ্টিতে পবিত্র কুরআন অধ্যায়ন করুন। পয়গম্বর হযরত মুহাম্মদ সা-কে জানুন।
(যে সমস্ত অমুসলিম ভাই-বোনরা ইসলাম সম্পর্কে জানতে চান, বা পবিত্র কুরআন (বাংলা অনুবাদ) পড়তে চান, বা নবী মুহাম্মদ সা সম্পর্কিত গ্রন্থ পড়তে চান তারা নিচের এই হেল্পলাইনে কল করলেই পেয়ে যাবেন।)