ভালো থাকার উপায় বলবেন কি?
- কথা কম বলুন, শুনুন বেশি।
- অযথা মানুষের সাথে তর্ক বিতর্কে জড়াবেন না।
- নিজের চরকায় বেশি বেশি তেল দিন।
- নেতিবাচক লোকদের থেকে দূরে থাকুন।
- কারো বিষয়ে অতিরিক্ত কৌতুহল প্রবণ হবেন না।
- কারো পিছনে তার সম্পর্কে বাজে কিছু কথা বলবেন না।
- কারো কাছ থেকে টাকা ধার নেয়া থেকে বিরত থাকো।
- কাউকে টাকা ধার দেয়া থেকে বিরত থাকুন। তবে বিশেষ কেউ হলে হিসাব আলাদা।
- বন্ধু-বান্ধবের সংখ্যা সীমিত করে ফেলুন।
- অনলাইনে নিজের গোপনীয়তা বজায় রাখুন।
- অনলাইনে কারো সাথে ঝগড়াঝাটিতে জড়াবেন না।