ভালোবাসা এবং মায়া’-এর মধ্যে পার্থক্য কী?
ভালবাসা হচ্ছে দুরত্বের মাঝে কাউকে মিস করা, কাউকে অনুভব করা, তার অনুপস্থিতির মাঝে জীবনের শুন্যটা খুজে পাওয়া। যার প্রতিটা কাজের মাধ্যে তৃপ্তি খুজে পাওয়া, যার জন্য আবেগ না বিবেকের প্রতিটা স্নায়ু তীব্রতর হওয়া।
কি করিলে বলো পাইব তোমারে…রাখিব আঁখিতে আঁখি এত প্রেম আমি ,কোথা পাব না তোমারে হৃদয় রাখি তে… !
ভালবাসা বিহীন মায়ার কোন অস্তিত্ব নেই, ভালবাসা থেকেই মায়ার সৃষ্টিতেমনি মায়াহীন ভালবাসা কপটতার নামান্তর মাত্র। তাই একটিকে ছাড়া অন্যটিকে পাওয়া সম্ভব নয়, কারন একে অপরের পরিপূরক।
যেখানে গভীর ভালবাসা মায়া’র শুরু সেখানেই।ভালবাসা কখনো ধ্বংশের উণ্মত্ততা জাগায় প্রাণে।মায়া তা আগলে রাখে অনেক যতনে।
আর তাই ভালবাসা’র পূর্ণতা যে মায়া’তেই ভাই।
সে যেমনই অবুঝ অবোধ তেমনি অপ্রতিরোধ্য,শুধুই এক ফল্গুধারা।
একটি যদি ঘড়ায় তোলা জল হয় – অপরটি পাগলপরা নদী গতিহারা দিশেহারা ।
মায়া মমতা, স্নেহ ও প্রেম এগুলোর সম্মিলিত বিন্দুটিই হল ভালোবাসা। কোনটির থেকে কোনটি কম নয়। আর মোহ বা ক্রাশ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যা হল ভালোবাসার অপূর্ণতা।
ভালোথাকবেন সবসময়।