ভালোবাসা দিবস কবে থেকে চালু হয় ?
ভালোবাসা দিবস কবে থেকে চালু হয় ?
Add Comment
২৬৯ সালে ইতালির রোম নগরীর সেন্ট ভ্যালেইনটাইস নামে একজন খ্রীষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচারের অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় কার্ডিয়াস তাকে বন্দী করেণ। কারণ তখন রোমান সম্রাজ্যে খ্রীষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি এক কারা রক্ষীর অন্ধ মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে রাজা ঈর্ষান্বিত হয়ে তাকে মৃত্যুদন্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল।
অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেইনটাইন স্মরণে ১৪ ই ফেব্রুয়ারীকে ভালোবাসা দিবস হিসেবে ঘোষনা করেন।