ভিপিএন বলতে কী বুঝায়?

    ভিপিএন বলতে কী বুঝায়?

    Vice Professor Asked on December 5, 2016 in সাধারণ.
    Add Comment
    1 Answer(s)

      আসসালামু আ’লাইকুম। VPN হচ্ছে Virtual Private Network. Computer networking এর জগতে এটি বহুল ব্যবহৃত একটি Technology. একাধিক কম্পিউটারের মধ্যে যখন নেটওয়ার্কের মাধ্যমে কোন তথ্য আদান-প্রদান হয়, তখন তথ্যগুলো প্যাকেট আকারে যায়। প্রতিটি প্যাকেটের মধ্যে source and destination address লেখা থাকে। নেটওয়ার্ক দিয়ে যখন এসব প্যাকেট source থেকে destination এর দিকে যায় তখন কেউ (হ্যাকার গ্রুপ) এসব প্যাকেট খুলে পরীক্ষা করে দেখতে পারে, তথ্য সংগ্রহ করতে পারে, অনেক সময় তথ্য পরিবর্তনও করতে পারে। এটাকে Man In The Middle Attack বলে। এর মাধ্যমে স্পর্শকাতর তথ্য অযাচিত ও ক্ষতিকর লোকদের কাছে চলে যাওয়া ছাড়াও বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে। . VPN technology এর মাধ্যমে নেটওয়ার্কে কোন স্পর্শকাতর তথ্য (username, password, credit card information, PIN number etc.) পাঠানোর আগে সেগুলোকে এমনভাবে প্যাকেট করা হয় যাতে এসব প্যাকেট থেকে তথ্য দেখা বা বিকৃত করা হয়ে যায় অত্যন্ত জটিল। এর ফলে Data confidentiality এবং Integrity অক্ষুণ্ণ থাকে। এছাড়াও VPN technology ব্যবহার করে IP & location hiding, blocked website browsing এরকম আরো অনেক কিছু করা যায়।

      Professor Answered on December 5, 2016.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.