ভূমিকম্প থেকে বাঁচার উপায় জানতে চাই।

    ভূমিকম্প থেকে বাঁচার উপায় জানতে চাই।

    Vice Professor Asked on November 20, 2016 in সাধারণ.
    Add Comment
    1 Answer(s)

      ভূমিকম্পের পূর্বাভাস যেহেতু জানা সম্ভব নয় সেহেতু ভূমিকম্পের সময় এবং ভুমিকম্প পরবর্তীতে সতর্কতা ও সচেতনাতাই এখন মুখ্য। ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা ও সচেতনতা অবলম্বন করুন।

      জেনে নিন ভূমিকম্পের সময় করণীয়ঃ

      ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বাসার বিদ্যুৎ ও গ্যাস লাইন বন্ধ করে ফেলুন। ঘরে হেলমেট থাকলে সঙ্গে সঙ্গে মাথায় পরে নিন। না থাকলে একটি বালিশ মাথায় নিন। এক মিনিট সময়ের মধ্যে বাসা থেকে বের হয়ে পড়ুন। আর সম্ভব না হলে তখনই মজবুত টেবিল, খাটের নিচে কিংবা পিলারের সঙ্গে অবস্থান করুন। বাসা থেকে বের হওয়ার সময় খাবার পানি ও শুকনো খাবার থাকলে সেগুলো সঙ্গে নিয়ে বের হবেন। বাসা থেকে বেরিয়ে যতটা সম্ভব খোলা জায়গায় গিয়ে অবস্থান করুন। বের হওয়ার সময় লিফট ব্যবহার না করাই ভালো। বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে। তখন লিফট হয়ে উঠতে পারে মরণফাঁদ। ভবন থেকে বের হওয়ার সময় সিঁড়ি ব্যবহার করুন। কিন্তু ভুল করেও সিঁড়িতে আশ্রয় নেবেন না। ভবন ধসে পড়লে সবার আগে সিঁড়ি ধসে পড়ার শঙ্কাই বেশি থাকে। যথাসম্ভব মাথা ঠাণ্ডা রাখুন।

      গাড়িতে থাকলে আশপাশে বড় ভবন নেই এমন জায়গায় গাড়ি পার্ক করতে পারেন। কখনো সেতুর ওপর গাড়ি থামাবেন না। টাকা বা অলঙ্কারের মতো কোনো কিছু সঙ্গে নেওয়ার জন্য অযথা সময় নষ্ট করবেন না।
      অধিকাংশ ভূমিকম্পই মাত্র কয়েক সেকেন্ডে ভয়ংকর সর্বনাশ ঘটাতে পারে। বড় ভূমিকম্পের পর পরই আরেকটা ছোট ভূমিকম্প, যাকে বলে আফটার শক। তাই একবার ভূমিকম্প থেমে গেলেই নির্ভার হবেন না। সতর্ক থাকুন এবং বেশ কিছু সময় পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করুন। ঘটনার পর চিহ্নিত মিলিত স্থানে অবস্থান করুন, যাতে করে যেকোনো সমস্যা একসাথে মোকাবিলা করতে পারেন।

      যদি ভবন ধসে আটকাও পড়েন, বেরিয়ে আসার কোনো পথ খুঁজে না পান, আশা হারাবেন না, সাহস রাখুন। সাহস আর আশাই আপনাকে বাঁচিয়ে রাখবে। ধৈর্য ধরে অপেক্ষা করুন। উদ্ধারকারী পর্যন্ত আপনার চিৎকার বা সংকেত পৌঁছানো যায় কী করে, ভাবতে থাকুন।

      Professor Answered on November 20, 2016.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.