মনকে কেন সবথেকে শক্তিশালী বলা হয়?
১। আমাদের ভাবনা, চিন্তা সবকিছুই মনের নির্দেশে চলে,
২। মনে চিন্তার প্রবাহকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন ব্যপার,
৩। আবেগ, অনুভূতির কাছে আমাদের বিচার, বুদ্ধি পরাজিত হওয়ার কারণ মনের শক্তি,
বিশাল শক্তিশালী এক কুস্তিগীর। যাঁর সাথে কুস্তি লড়েন, তাঁকেই ধরাশায়ী করে ফেলেন। যখন তাঁকে জিজ্ঞেস করা হলো, এত শক্তি আসে কোথা থেকে ? তাঁর উওর…মন থেকে।
সেই কুস্তিগীরই যখন ব্লেড দিয়ে পেন্সিলের শিস কে সূঁচালো করেন, তিনি ?…থরহরি কম্প, ঘেমে, নেয়ে একাকার কান্ড। জিজ্ঞেস করা হলো, ভয় কিসের ? উওর…মনে ভয় জাগে, যদি ব্লেড দিয়ে হাত কেটে যায় !!!
তো এই বৈপরীত্য সৃষ্টি করার ক্ষমতা রাখে মন।
এবং মনের এই বিচিত্র গতিবিধির, অপ্রতিরোধ্য শক্তির কাছে আমরা পদে, পদেই আত্মসমর্পণ করি, করতে বাধ্য হই।
সাজানো গোছানো সংসার, স্ত্রী, পুত্র, কন্যা ত্যাগ করে যিনি সন্ন্যাস গ্রহণ করেন, যে সংসার, স্ত্রী, সন্তান তাঁর কাছে বহুমূল্য ছিলো, সেটাই একদমই মূল্যহীন হয়ে উঠে মনের শক্তিতে। মন ই তাঁকে বাধ্য করে সন্ন্যাসের পথে পা বাড়াতে।