মনুষ্য আচরণ সম্পর্কে সবচেয়ে বেশি কৌতূহলোদ্দীপক সত্য কোনগুলো?
১। মানুষ যখন তোমার কাছে মিথ্যা বলে তখন কথা বলার সময় সে এদিক ওদিক তাকায়।
২। মানুষকে যখন ক্রমাগত প্রশ্ন জিজ্ঞেস করা হয় তখন সে সম্প্রতি যে খারাপ কাজগুলো করেছ মনে মনে সেগুলো চিন্তা করতে থাকে।
৩। যখন একজন মানুষ মনে করে যে তাকে কেউ দেখছে তখন সে খুবই সুদক্ষ আচরণ করে এবং তাদের কাজের প্রতি আরও সতর্ক হয়।
৪। যে মানুষ বিনোদন বুঝতে পারে তারা মানুষের মন সহজেই বুঝতে পারে।
৫। মানুষ যার কাছে বার্তা পাঠাতে পছন্দ করে তাকে দ্রুত বার্তার প্রত্যুত্তর পাঠায়। আর কাউকে অপছন্দ করলে তার প্রেরিত বার্তা কে অবজ্ঞা করে।
৬। মানুষ পুরোনো গান পছন্দ করে কারণ এগুলোর সাথে তার অনেক স্মৃতি জড়িত।
৭। আমরা বেশিরভাগ সিদ্ধান্তগুলো নেই খামখেয়ালীভাবে (রাগের সময় আমাদের বড় কোন সিদ্ধান্ত নেয়া উচিত নয়)।
৮। চোখ একজন ব্যক্তির সম্পর্কে অনেক ধারণা দেয়।
৯। মানুষ তার প্রিয় কাজ করার মাধ্যমে তার টেনশন কমাতে পারে।