মাইক্রোওভেন কীভাবে প্রি হিট করতে হয়?
মাইক্রোওভেন কীভাবে প্রি হিট করতে হয়?
Add Comment
মাইক্রোওয়েভ ওভেনে কোনো খাবার কুক করার আগে এর তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হয় যাকে প্রিহিট বলা হয়।
যেভাবে প্রিহিট করবেন : প্রথমেই মাইক্রোওয়েভটির কানেকশন অন করুন। এরপর কনভেকশন বাটনটি প্রেস করুন এবং কত ডিগ্রি সেন্টিগেটে প্রিহিট করতে চান তা সিলেক্ট করে দিন। তারপর স্টার্ট বাটনটি ২ বার চাপ দিন এবং বিপ শব্দ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।