মানব জাতীর উপর শয়তানের প্রথম আগ্রাসন কি ছিল?

মানব জাতীর উপর শয়তানের প্রথম আগ্রাসন কি ছিল?

Add Comment
1 Answer(s)

    মানুষের উপরে শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে
    কাপড় খসিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া। আজও
    পৃথিবীতে শয়তানের পদাংক অনুসারী ও ইবলীসের
    শিখন্ডীদের প্রথম কাজ হ’ল তথাকথিত ক্ষমতায়ন ও লিঙ্গ
    সমতার নামে নারীকে উলঙ্গ করে ঘরের বাইরে আনা ও
    তার সৌন্দর্য উপভোগ করা। অথচ পৃথিবীর বিগত সভ্যতাগুলি
    ধ্বংস হয়েছে মূলতঃ নারী ও মদের সহজলভ্যতার কারণেই।
    অতএব সভ্য-ভদ্র ও আল্লাহভীরু বান্দাদের নিকটে ঈমানের
    পর সর্বপ্রথম ফরয হ’ল স্ব স্ব লজ্জাস্থান আবৃত রাখা ও ইযযত-
    আবরূর হেফাযত করা। অন্যান্য ফরয সবই এর পরে। নারীর
    পর্দা কেবল পোষাকে হবে না, বরং তা হবে তার ভিতরে, তার
    কথা-বার্তায়, আচার-আচরণে ও চাল-চলনে সর্ব বিষয়ে।
    পরনারীর প্রতিটি অঙ্গভঙ্গি ও মিষ্ট কণ্ঠস্বর পরপুরুষের
    হৃদয়ে অন্যায় প্রভাব বিস্তার করে। অতএব লজ্জাশীলতাই
    মুমিন নর-নারীর অঙ্গভূষণ ও পারস্পরিক নিরাপত্তার গ্যারান্টি।
    নারী ও পুরুষ প্রত্যেকে একে অপরের থেকে স্ব স্ব
    দৃষ্টিকে অবনত রাখবে (নূর ২৪/৩০-৩১) এবং পরস্পরে সার্বিক
    পর্দা বজায় রেখে কেবলমাত্র প্রয়োজনীয় কথাটুকু
    স্বাভাবিকভাবে সংক্ষেপে বলবে। নারী ও পুরুষ
    প্রত্যেকে নিজ নিজ স্বাতন্ত্র্য ও পর্দা বজায় রেখে স্ব
    স্ব কর্মস্থলে ও কর্মপরিধির মধ্যে স্বাধীনভাবে কাজ
    করবে এবং সংসার ও সমাজের কল্যাণে সাধ্যমত অবদান রাখবে।
    নেগেটিভ ও পজেটিভ পাশাপাশি বিদ্যুৎবাহী দু’টি ক্যাবলের
    মাঝে প্লাষ্টিকের আবরণ যেমন পর্দার কাজ করে এবং
    অপরিহার্য এক্সিডেন্ট ও অগ্নিকান্ড থেকে রক্ষা করে,
    অনুরূপভাবে পরনারী ও পরপুরুষের মধ্যকার পর্দা উভয়ের
    মাঝে ঘটিতব্য যেকোন অনাকাংখিত বিষয় থেকে
    পরস্পরকে হেফাযত করে। অতএব শয়তানের প্ররোচনায়
    জান্নাতের পবিত্র পরিবেশে আদি পিতা-মাতার জীবনে ঘটিত
    উক্ত অনিচ্ছাকৃত দুর্ঘটনা থেকে দুনিয়ার এই পঙ্কিল
    পরিবেশে বসবাসরত মানব জাতিকে আরও বেশী সতর্ক ও
    সাবধান থাকা উচিত। কুরআন ও হাদীছ আমাদেরকে সেদিকেই
    হুঁশিয়ার করেছে।

    Professor Answered on August 18, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.