মানব জীবনবিজ্ঞান সম্পর্কে কোন কোন তথ্য সচরাচর আমাদের জানা থাকে না?
মানব জীবনবিজ্ঞান সম্পর্কে কোন কোন তথ্য সচরাচর আমাদের জানা থাকে না?
Add Comment
- নারীদের হৃদপিণ্ড পুরুষের চাইতে বেশি গতিতে স্পন্দিত হয়।
- একমাত্র মানুষই তার পিঠ নিচে দিয়ে ঘুমাতে পারে।
- দাঁত একমাত্র অঙ্গ যে নিজে নিজে সুস্থ হতে পারেনা।
- আমাদের শরীরের সবগুলো ব্যাকটেরিয়া একসাথে প্রায় 2 কেজি ওজন হয়।
- মানুষের হাত একমাত্র অঙ্গ যেটি সোজা লাইন টানতে পারে আর কোন প্রাণী তা পারে না।
- হাতের নখ পায়ের নখ এর তুলনায় চারগুণ বেশি গতিতে বাড়ে।
- মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশী হচ্ছে তার জিহ্বা।
- মানুষের নাক ও কান সব সময় বাড়তে থাকে কিন্তু চোখ জন্মের সময় যে সাইজ ছিল সেটাই থাকে।(চোখের ব্যপারটা নিয়ে আমার সন্দেহ আছে)
- আমাদের শরীরের সবচেয়ে শক্ত অংশটি হচ্ছে দাঁত।
- চোখ খোলা রেখে হাঁচি দেওয়া অসম্ভব।
- একজন পুরুষ একজন মহিলার তুলনায় দ্বিগুণ সংখ্যক বার চোখের পাপড়ি ফেলে।
- হাঁচি দেওয়ার সময় শরীরের অভ্যন্তরীণ সকল কাজ বন্ধ হয়ে যায়, এমনকি হার্ট-বিটও।
- মানবদেহের সবচেয়ে ছোট হাড় হলো কানের মধ্যে থাকা হাড় যার নাম স্টেপিস।
- একজন মানুষের বেঁচে থাকার জন্য একটি কিডনি যথেষ্ট।
- আমাদের শরীরে থাকা নার্ভ সেলের সংখ্যা প্রায় শত বিলিয়ন।
- সমুদ্রের পানির লবণাক্ততা আর আমাদের রক্তের লবণাক্ততা প্রায় সমান।
- আমাদের শরীরে থাকা কার্বন দিয়ে 900 টি পেন্সিল লিড তৈরি করা সম্ভব।
- আমাদের এক একটা চোখ 576 মেগা পিক্সেল ক্যামেরার সমান।
- আপনি একসাথে খাবার গিলতে এবং নিশ্বাস নিতে পারবেন না কিন্তু একটা শিশু 7 মাস পর্যন্ত এই কাজটি করতে পারে।