মানব জীবনবিজ্ঞান সম্পর্কে কোন কোন তথ্য সচরাচর আমাদের জানা থাকে না?
মানব জীবনবিজ্ঞান সম্পর্কে কোন কোন তথ্য সচরাচর আমাদের জানা থাকে না?
Add Comment
- মানুষের একটি হাতে মোট ২৭ টি হাড় থাকে।
- মানব দেহে পেশির সংখ্যা ৬৩৯।
- পূর্নবয়স্ক মানুষের দেহে মোট ২০৬ টি হাড় থাকে।
- মানুষের দুধ দাঁতের সংখ্যা ২০ টি।
- পূর্নবয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা ২০৬ টি হলেও, শিশুদের মোট ৩০০ টি হাড় থাকে। বয়স বাড়ার সাথে সাথে এই সংখ্যা কমতে থাকে।
- মানব দেহের সবচেয়ে ক্ষুদ্র হাড় হল stapes যা ইয়ারড্রাম এর কাছে অবস্থিত।
- লোহিত রক্ত কনিকার গড় আয়ু হল ১২০ দিন।
- আমাদের মুখে প্রতিদিন প্রায় এক লিটার স্যালাইভা বা থুতু উৎপন্ন হয়।
- ঘুমন্ত অবস্থায় কখনো কখনো আমাদের মস্তিস্ক জেগে থাকা অবস্থার চেয়ে বেশি সক্রিয় থাকে।
- মানুষের গড় জীবনকালে হৃদপিন্ড প্রায় ৩ বিলিয়নেরও বেশি হার্টবিট দেয়।
- একটি সুস্থ ফুস্ফুস গোলাপী রঙের হয়
- একজন পূর্নবয়স্ক মানুষ প্রতিদিন গড়ে ২০,০০০ বার নিঃশ্বাস নেয়।