মানুষ অন্যকে বিনা কারণে অপমান করে কেন?
মানুষ অন্যকে বিনা কারণে অপমান করে কেন?
Add Comment
১.নিজেকে বড়ো ভাবার জন্য এবং নিজেকে বড়ো করতে গিয়ে।
২.অন্যের উপর গোপনীয় রাগ পুশে রাখলে।
৩.অন্যের কোন কাজে মনক্ষুণ্ণ হলে।
৪.নিজের স্বার্থে আঘাত লাগে এমন কোন কাজ কেউ করে ফেললে।
৫.অন্যের প্রতি হিংসাত্মক মন মানসিকতায়।
সেক্ষেত্রে, এইধরণের মানুষকে ছোট লোক বলা যায় না বরং এইটুকু বলা যায়, যারা নিজেকে ছাড়া দুনিয়ার আর কাউকে বুঝে না এবং বুঝবার চেষ্টাও করে না।