মানুষ কখন কারো কাছে গুরুত্বহীন হয়ে পড়ে?
মানুষ কখন কারো কাছে গুরুত্বহীন হয়ে পড়ে?
Add Comment
- যখন মানুষটির ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়।
- যখন মানুষটি এলোমেলো,অসংলগ্ন এবং বেপরোয়া আচরণ করতে থাকে।
- মানুষ যখন কোন কিছু নিয়ে অতি বাড়াবাড়ি এবং অতিরঞ্জিত করে,তখন সে গুরুত্বহীন হয়ে উঠেন।
- যখন মানুষটির পকেটের টাকা ফুরিয়ে যায়।
- যখন সে এক মুখে দুই কথা বলেন।অর্থাৎ যখন কথা এবং কাজে মিল থাকেনা।
- যখন সে দায়িত্ব নিতে ভয় পান।
- যখন মানুষ ছলচাতুরি,মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নেন।
- যখন সে অন্যের নামে প্রপাগান্ডা এবং বিদ্বেষ ছড়ান।