মানুষ কেন প্রেমে পরে?
মানুষ কোনকিছুর সৌন্দর্যে অজান্তেই প্রেমে পড়ে যায়। এটা হতে পারে কোন মানুষ, নদী, গাছ-পালা, সূর্য-চাঁদ, পাহাড়-সমুদ্র, আকাশ-তারা আরো অন্যান্য প্রাকৃতিক বিষয়ের উপর। পৃথিবীতে বেশিরভাগ মানুষই প্রেম করে একে-অপরের প্রেমিক-প্রেমিকা হয়ে, কিন্তু পৃথিবীতে আরো অনেক মানুষ আছে, যারা প্রকৃতির সাথে প্রেম করে, প্রকৃতির সাথে কথা বলে। মূলত মানুষ যেখানে সুখ খুজে পায় তারই প্রেমে পড়ে।
তবে মানুষ আসলেই কেন প্রেমে পড়ে, কেনই বা এরকম হয়, কিভাবে এরকম হয়। এইসব প্রশ্ন আমার এখনো জানা নেই। আসলে বিষয়টা জটিল।