মানুষ কেমন জীব?
মানুষ সৃষ্টির সেরা জীব ও একটা বোকা জীব।কারণ মানুষ যেটাকে ভালো মনে করে ঐটাই তার জন্য খারাপ।আর তাইতো ঈশ্বর তার বার্তাবাহকদেরকে বার বার পাঠান যাতে মানুষ শুধরে যায়।কিন্তু কয়জনে সেসব শোনে।চোরে না শোনে ধর্মের কাহিনী।ঈশ্বর আমাদের নিয়ন্ত্রণকারী।সবাই তারই অধীন।এটা ভুলে গেলে নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন।