মানুষ মানুষকে কেন অপমান করে?
অনেকেই অন্যজনকে অপমান করে এক প্রকার আনন্দ উপভোগ করেন। সমস্ত অপমানের মূলেই আছে ” আমিত্ব” প্রকাশের এক উগ্র বাসনা। নিজের আমিত্ব প্রদর্শনের জন্যই অন্যকে খাটো করে ফেলা হয় । নিজেকে মহান প্রমান করার জন্য সমাজের চোখে অন্যকে খাটো করা আত্ম গরিমা প্রকাশের এক প্রচলিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মানুষ অন্য একজনকে অপমান কখনো সজ্ঞানে করে কখনো বা অসতর্কতার কারণে করে ফেলে। অনিচ্ছাকৃত বা অসতর্কতার কারণে কাউকে অপমান করলে যদি সঙ্গে সঙ্গে ক্ষমাপ্রার্থনা করা হয় তখন বোঝা যায় যে আদৌ তার অপমানের কোন ইচ্ছা ছিল না। পরিবেশ বা পরিস্থিতির কারণে হয়তো অপমান করা হয়ে গেছে, এক্ষেত্রে অপরাধ ক্ষমাযোগ্য। কিন্তু অহমিকা বা ক্ষমতা প্রদর্শনের জন্য যখন একজন মানুষ অন্য কাউকে অপমান করেন তখন সেই অপরাধ ক্ষমার অযোগ্য হয়ে ওঠে।
সজ্ঞানে অন্য কাউকে অপমান করার পিছনে মূল যে মনস্তাত্ত্বিক কারণ থাকে বলে আমার মনে হয় তা হল ১) নিজেকে চিনতে ভুল করা বা ২)যাকে অপমান করছি তাকে চিনতে ভুল করা অথবা ৩)একই সঙ্গে নিজেকে এবং যাকে অপমান করছি দু’জনকেই চিনতে ভুল করা। মানুষ যখন নিজের অধিকার বোধ এবং নিজস্ব সীমা সম্পর্কে জ্ঞান হারিয়ে ফেলে তখনই সে অন্যকে অপমান করার ঔদ্ধত্য দেখায়।