মানুষিক অশান্তি বা মন খারাপ থাকলে করনিয় কি কি?
মানুষিক অশান্তি বা মন খারাপ থাকলে করনিয় কি কি?
Add Comment
ঐযে বেনিতো মুসোলনী যা বলেছেন মানুষ নিজেই জানে না তার কি চাই,কোনটা ভালো তাও তারা জানে না।ঐজন্য তারা এমন এমন কাজ করে যা অতিরিক্ত ক্ষতি ডেকে নিয়ে আসে।তো এমন কাজ করা তাদের নিকট কোন ব্যপার না।তারপর কিছু লোফার টাইপের ছেলে আছে যাদের বাজে সঙ্গে পড়ে বুদ্ধি সব শেষ।এখন এদের দ্বারা তো ভালো কিছুই হবে না।আবার সুবিধাবাদি নারীবাদীও সোশ্যাল মিডিয়ায় আছে তো ভুরি ভুরি।এখন আর কি ভালোর জামানা আছে নাকি? গুরু পদ্মসম্ভবা রিনপোচি একটি কথা বলেছেন যখন একটা অধ:পতনের জামানা আসবে তখন মানুষ নিজেই একটা ভুল ধারণায় পড়বে তাদের নিজেদের জোটের মধ্যেই নিজেরাই একটা নির্বুদ্ধিতার পরিচয় দেবে,শুয়ে শুয়ে নিজেদের নিজেরাই বোকামি করবে।দু:খের বিষয় এরা মানুষ কিন্তু এরা একটা ষাড়ের মতনই নির্বোধ।