মানুষের মন কি কখনো কোনো কারণ ছাড়া খারাপ হতে পারে?
মানুষের মন কি কখনো কোনো কারণ ছাড়া খারাপ হতে পারে?
হুম হতে পারে।
এর জন্য দায়ি আমাদের সাব কনসিয়াস মাইন্ড।
আপনার অজন্তে আপনার দেখা শোনা সকল ঘটনা আপনার সাব কনসিয়াস মাইন্ড এ জমা হয়৷ পরবর্তীতে যখন আপনার আশে পাশে কোন খারাপ ঘটনা ঘটে বা এমন কিছু যা আপনার মন কে ব্যথিত করে। তখন আপনার সাব কনসিয়াস মাইন্ড তার কাছে থাকা আগের সেই ইনফরমেশন গুলর সাথে সেই ঘটনা কে জুরে দেয়৷ আর এ কারনেই আপনার মন বিষন্ন হয়ে পরে। আসলে কিছু একটার জন্য হয়েছে বাট আপনি তা আইনডেন্টি ফাই করতে পারেন নি। অনেকটা এরকম যে অনেক সময় কিছু দেখি বা সুনি মনে হয় আমি আগেও কোথায় এই এটি দেখেছি বা সুনেছি। বাট আমরা মনে করতে পারিনা৷ ঠিক তেমনি ভাবে। আসলে আমাদের মন কোন না কোন কারনে খারাপ হয় যেটা আমরা ধরতে পারি না বা আইডেন্টিফাই করতে পারি না।
যা অজান্তেই আমাদের অচেতন মনকে বিষন্ন করে তোলে।
এটাকেই সাধারনত আমরা কোন কারন ছারাই মন খারাপ বলে থাকি৷
I hope Done your Question.