মানুষের সর্বাধিক গুরুত্বপূর্ণ ক্ষমতা কী?
মানুষের সর্বাধিক গুরুত্বপূর্ণ ক্ষমতা কী?
মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতা হলো মানুষ যা কিছু কল্পনা করতে পারে তাই সত্য করতে পারে! শুধু মাত্র কল্পনা করতে হবে। এরপর একদিন ঠিকই তা জয় করবে মানুষ। মানব জাতি সব পারে।
চাদে যাওয়ার স্বপ্ন দেখেছিলো।তাও সত্য হয়েছে।
আকাশে উড়ার স্বপ্ন দেখেছিলো। যদিও প্রায় সবাই অসম্ভব ভেবেছিলো তবে তাও সত্য হয়েছে।
মঙ্গলের মাটিতেও পা রেখেছে মানুষ। নিজের গন্ডির বাইরে সূদুর মহাকাশে রাজত্ব
কৃত্রিম ভাবে বাচ্চা নেওয়া। এটা তো কল্পনার ও বাইরে ছিলো। তাও সত্য হয়েছে।
রোবট। মানুষের তৈরী মানুষের সৃষ্টি।তাকে মানুষ যা বলে তাই করে দেয়। নিজেদের বিপল্প। মানুষের কল্পনা থেকে এসেছে এমন সৃষ্টি।
গ্রাফিক্স। নিজের কল্পনাকে বাস্তবে রুপ দেওয়া। যা আমি কল্পনা করি তা মানুষকে দেখানোর প্রচেষ্টা। সেটাও আজ সম্ভব।
মনের কথা জানার আকাঙ্খা। সেটাও পূরনের পথে। নিকট ভবিষ্যতে অন্যের মন পড়াটা দুধভাত হয়ে যাবে।
কৃত্রিম চোখ বা বাকি কেন? চিন্তা করুন নিজেদের শরীর নিজেরাই বানিয়ে রিপ্লেস করে নিচ্ছে। কতটা শক্তিশালী মানুষ।
পেসমেকার।
মানুষের ক্ষমতা অনেক। মানুষ হিসেবে নিজেকে ছোট করে দেখতে নেই। মানুষ যা চায় তাই করতে পারে।