মানুষের সাথে ভালো ব্যবহার করা কিসের অন্তর্ভুক্ত?

    Supporter Asked on August 27, 2023 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      সম্মানিত ভাই আমার,

      মানুষের সাথে ভালো ব্যবহার করা, সুন্দর মার্জিত ভাষায় কথা বলা, দেখা হলে সালাম দেয়া, কুশলাদি জিজ্ঞেস করা, ঝগড়া-ফাসাদে লিপ্ত না হওয়া, ধমক বা রাগের সুরে কথা না বলা, গীবত বা পরনিন্দা না করা, কাউকে অপমান-অপদস্থ না করা, গম্ভীর বা কালো মুখে কথা না বলা, সর্বদা হাসিমুখে কথা বলা, অন্যের সুখে সুখী হওয়া এবং অন্যের দুঃখে দুঃখী হওয়া, বিপদে দেখা করে সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করা ইত্যাদি সদ্ব্যবহারের অন্তর্ভুক্ত।

      আশা করি উত্তরটি পেয়েছেন, পুরো লিখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

      Professor Answered on August 27, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.