মেয়েদের সম্পর্কে এমন কোন আজব তথ্য আছে, যা জানি না?
মেয়েদের সম্পর্কে এমন কোন আজব তথ্য আছে, যা জানি না?
এমন একটা আজব বিষয় বলবো যেটা মেয়েদের অনেক চওড়া কিন্তু ছেলেদের অনেক সরু। অনুমান করেন তো কী হতে পারে সেটা? না যা ভাবছেন সেরকম কিছু না
মেয়েদের ফিল্ড অব ভিশন ছেলেদের থেকে বেশ চওড়া। ছেলেদের পেরিফেরাল ভিশন (ফোকাস পয়েন্ট বাদ দিয়ে আশেপাশের বস্তু দেখার ক্ষমতা) মেয়েদের তুলনায় অনেক কম। ছেলেদের দৃষ্টি অনেকটা টানেল ভিশন এর মত। কৃষি বিপ্লব এর আগে যখন মানুষ শিকারী ছিলো তখন ছেলেদের টানেল ভিশন শিকারের উপরে ফোকাস করতে সাহায্য করতো আর মেয়েদের চওড়া পেরিফেরাল ভিশন ফলমূল ইত্যাদি খুঁজে পেতে সাহায্য করতো। এই বৈশিষ্ট্য এখনও আমাদের মধ্যে রয়ে গেছে
এই কারণেই দেখা যায় ছেলেরা সহজে কিছু খুঁজে পায় না যেখানে মা/ বৌ এসে খোঁজামাত্র তা খুঁজে পায়। একই ভাবে কোন ছেলে একটা মেয়েকে লুকিয়ে লুকিয়ে দেখলেও মেয়েটা বুঝতে পারে সেটা, ছেলেদের টানেল ভিশন এর কারণে সোজাসুজি মেয়েটার দিকে তাকাতে হয়। কিন্তু মেয়েরা যদি একটা ছেলেকে দেখে, চওড়া পেরিফেরাল ভিশন এর জন্যে ঠিক সোজাসুজি না তাকিয়েও দেখতে পারে, যার জন্যে ছেলেদের বুঝার কোন উপায় থাকেনা মেয়েটা আসলে কী দেখছে।
এডিটঃ এই উত্তরের এত বিশাল সাড়া দেখে যা বুঝলাম তা হলো মেয়েদের সম্পর্কে সবার আগ্রহের কমতি নেই। মেয়েদের সম্পর্কে আরো জানার আগ্রহ থাকলে এই উত্তরগুলি আপনার জন্যে –