মেয়েরা শুধু নিতে জানে দিতে জানে না কেন ?
মেয়েরা শুধু নিতে জানে দিতে জানে না কেন ?
কে বলেছে বাই তোমায়,মেয়েরা শুধু নিতে জানে, দিতে জানে না।
আপনার প্রশ্ন দেখে বুঝা যাচ্ছে যে আপনি হয়তো কোন মেয়েকে ভালোবাসতেন। আপনি হয়তো ভুল মানুষকে ভালোবেসে ছিলেন।
হ্যা,এটা সত্য যে,কিছু মেয়ে ভালোবাসার নামে মিথ্যা অভিনয় করে তবে সব মেয়েরা নয়। কিছু মেয়েরা আছে কাউকে ভালোবাসলে জীবন দিতেও রাজি থাকে।
ভুলটা মেয়েটির নয় ভুলটা ছিল তোমার।কাউকে ভালোবাসার পূর্বে তার সম্বন্ধে জানা উচিত ছিল আপনার।এমন মেয়েদের ভালোবাসতে নেই –
- যারা মেয়ে রূপি কাল নাগিনী।
- যারা শুধু নিতে জানে দিতে জানেনা।
- যারা শুধু ভালোবাসার আগুনে পুড়াইতে পারে নিবাইতে জানেনা।
- যারা ভালোবাসা শিখাইতে পারে ভাসতে জানে না।
- যারা কথা দিতে পারে রাখতে জানেনা।
- যারা বিশ্বাস শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারে অর্থ জানেনা।
এইজন্যই রবীন্দ্রনাথ ঠাকুর সমস্থ বিষয়বস্থ বিবেচনা করে বলেছিলেন ,
সৎ পথে করিও ভ্রমণ যদি হও দেরী,অসৎ নারীকে করিওনা বিয়ে যদিও সে হয় পরী।
সেই মেয়েদের ভালোবাসো_
- যারা তোমায় নিজের থেকেও বেশি ভালোবাসে।
- যারা সত্যিকারের ভালোবাসতে জানে অভিনয় করতে জানেনা।
- যারা কথা রাখতে পারে দিতে জানেনা।
- যারা ভালোবাসতে পারে শিখাইতে জানেনা।
- যারা স্নেহ করতে জানে আঘাত দিতে জানেনা।
- যারা চোখের জল মুছতে জানে কাদাইতে জানেনা।
- যারা জীবন গড়তে জানে ধংস করতে জানেনা।
তাই সকল মেয়েদের নিয়ে একই মত পোষণ করোনা।মেয়েরা সমাজ ধ্বংসের জন্য নয় গড়ার জন্য। মেয়েদের নিয়ে খারাপ মত পোষণ করার পূর্বে, নিম্নের কথা গুলি লক্ষ্য করো_
- নির্দিষ্ট করে মেয়েকে গালী দিবেন, জাতিকে দিবেন না।কারণ এক মায়ের গর্ভ থেকে তুমি জন্ম নিয়েছো। তাই মেয়েদের অপমান নয় সম্মান করতে শিখো।
- জেনে রাখো আজ পৃথিবীতে পুরুষ আছে নারী আছে বলে। জেনে রাখো_ নারী বিনা পুরুষ অসম্পূর্ণ, এবং পুরুষ বিনা নারী অসহায়।
- মেয়েদের প্রতি বিরক্ত হওয়ার পরিবর্তে তাদের মন পড়তে শিখ।
- তারা কি চায় বুঝতে শিখ।
- অনেক স্বামী আছে যারা বউকে অত্যাচার করে, তাদেরকে বলবো _ বউকে শাসনে আদরে রাখো।দেখবে তোমার চাইতে সংসারে সুখি আর কেউ হবেনা।
- অনেক ছেলে আছে যারা মেয়েদের ভোগের পাত্র ভাবে, তাদের বলবো_ আজ তুমি আন্যের বোনকে নিয়ে খারাপ চিন্তা করছো।কাল তোমার বোনকে নিয়ে অন্যজন খারাপ চিন্তা করবে। তাই অন্যকে খারাপ বলার পূর্বে নিজের মন মানসিকতার পরিবর্তন করো।
অতএব সকল মেয়েরা একই হয় না।যাকে ভালোবাসবে তাকে পরীক্ষা করে দেখো।তার সম্বন্ধে জেনে দেখো।তাকে বুঝতে শিখো।এরপরে তাকে ভালোবাসো।
তাই বন্ধু সকল মেয়েরা এক নয়।আশা করি উত্তর পেয়েছেন।
- সকলের কাছে একটাই মিনতি ভালো লাগলে আপভোট দিয়ে অনুসরণ করে সাথে থাকুন। (ধন্যবাদ।)