sitemapcouldnotberead.com |
রোযা অবস্থায় কি কি করা মাকরূহ নয়?
রোযা অবস্থায় কি কি করা মাকরূহ নয়?
Add Comment
সকাল কিংবা সন্ধ্যায় মিসওয়াক করা।
দেখুন : সহীহ বুখারী ১/২৫৮-২৫৯;
মুসান্নাফ আবদুর রাযযাক ৪/২০০; মুসান্নাফ
ইবনে আবী শায়বা ৬/১৭৩
শীতলতা লাভের জন্য মাথা,
দেহে পানি ঢালা। আবু বকর ইবনে আবদুর
রহমান থেকে বর্ণিত, তিনি বলেন,
নবী করীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের
দিন রোযা অবস্তায় বাইরে বের হলেন।
যখন ‘আরাজ’ নামক স্থানে পৌঁছলেন তখন
রোযা তাঁর জন্য কষ্টকর হয়ে দাড়াল।
ফলে তিনি মাথায়
পানি ঢেলেছিলেন।-মুসান্নাফ আবদুর
রাযযাক ৪/২০৬
সুরমা ব্যবহার করা।