লেন্স ব্যবহারের ফলে কী ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে?
কন্টাক্ট লেন্স বর্তমান ফ্যাশনেবল নারী পুরুষের সৌন্দর্যের নতুন দিগন্ত সৃস্টি করেছে ৷ যারা চশমা ব্যবহার করতেন আগে তারা এখন আর দুশ্চিন্তা করেন না যে তাকে আর খারাপ দেখাবে যেকোনো পার্টিতে অন্য সবার থেকে চশমার জন্য৷ এখন তারা অনায়াসেই লেন্স ব্যবহার করে নিজেকে ফুটিয়ে তোলেন আর সবার মত করে বা আরো বেশি আকর্ষণীয় করে তোলেন সবার থেকে ভিন্নভিন্ন রঙ্গের লেন্স পরে৷ তবে অবশ্যই মনে রাখতে হবে চোখ একটি অত্যন্ত সংবেদনশীল অঙ্গ৷ এটিকে নিরাপদ রেখেই আপনাকে সবকিছু করতে হবে৷ তাই লেন্স ব্যবহারে সতর্ক না হলে আপনার মূল্যবান চোখটি হারাবেন অকালে৷ লেন্স ব্যবহারে যা যা আপনার মাথায় রাখা উচিত তা হলো :
১. কেনার আগে উৎপাদনের ও মেয়াদের তারিখ দেখে নিতে হবে৷ না হলে মেয়াদউত্তীর্ন লেন্স ব্যবহারে চোখে সমস্যা হতে পারে৷
২. কন্টাক্ট লেন্স এর সঙ্গে নতুন সলিউশ্যন কিনতে হবে৷ পুরাতন সলিউশ্যন চোখে এলার্জী অথবা ইনফেকশন তৈরী করতে পারে এবং প্রতিবার ব্যবহারের পর লেন্সের সলিউশ্যন পরিবর্তন করতে হবে।
৩. লেন্স পরার আগে ভালভাবে হাত জীবাণুমুক্ত করে নিন নাহলে হাতে থাকা জীবাণু এবং ধূলাবালি চোখের ক্ষতি করতে পারে৷
৪. লেন্স পরে কড়া রোদে অথবা রান্নাঘরে রান্না করতে যাবেন না। কারণ তাপে লেন্স গলে গিয়ে চোখে মারাত্নক ক্ষতি এমনকি সারাজীবনের জন্য চোখ নষ্ট হয়ে যেতে পারে৷
৫. লেন্স পরা অবস্থায় চোখে পানি দেবেন না এবং ঘুমানোর সময় অবশ্যই লেন্স খুলে ঘুমাবেন৷ ধন্যবাদ
লিখেছেন :
ডাঃ শুভ বড়ুয়া
এমবিবিএস
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ