সংখ্যা পদ্ধতি কি?
কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যাপদ্ধতি বলা হয়। অর্থাৎ পরিমাপের বিভিন্নতা প্রকাশ করার জন্য ব্যবহূত মানের সেটই সংখ্যাপদ্ধতি হিসেবে পরিচিত। সংখ্যাপদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা ১. পজিশনাল সংখ্যাপদ্ধতি ২. নন-পজিশনাল সংখ্যাপদ্ধতি