সবাইকেই দেখি প্রেমিকা অন্য ছেলের সাথে কারণে-অকারণে মিশছে…
সবাইকেই দেখি প্রেমিকা অন্য ছেলের সাথে কারণে-অকারণে মিশছে…
আপনি কিন্তু নিজেও বুঝতে পারছেন যে আপনার এই সমস্যাটি একান্তই মানসিক। এবং এর সাথে হয়তো আপনার ব্যক্তিগত কিছু ভুল ভাবনাও জড়িত।
একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলবেন, মিশবেন, বন্ধুত্ব করবেন এটাই স্বাভাবিক। কেউ কারো সাথে কথা বললেই তো ভাই প্রেম হয়ে যায় না। তাছাড়া প্রেমিক বা প্রেমিকা তো গোয়ালের গরু নয় যে আপনি তাঁকে বেঁধে রাখবেন। একটাই জীবন, এবং তাঁর জীবনটা একান্তই তাঁর। সেই জীবন তাঁর ইচ্ছামতই চলা উচিত, আপনার ইচ্ছামত কিন্তু নয়। ভালোবাসা মানে হচ্ছে দুজন দুজনের জীবনকে গ্রহন করে সম্মানের সাথে পাশাপাশি চলা। কেউ কাউকে নিজের সম্পত্তি মনে করা ভালোবাসা নয়। কারণ তাতে সম্পর্ক কখনোই সুন্দর হয়ে ওঠে না।
আপনার এই সমস্যাটির জন্য আপনি একজন পেশাদার মানসিক রোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলারের সহায়তা নিন। এটা খুবই কমন একটি সমস্যা, অনেকের মাঝেই দেখা যায়। একটুখানি কাউন্সিলিং করালে অ নিজেকে নিয়ন্ত্রণের উপায় গুলো শিখে নিলেই আপনারা ভালো থাকবেন। একটি চমৎকার মেয়ের সাথে যেহেতু আপনার সম্পর্ক, সেই মেয়েটির কথা ভেবে হলেও পেশাদার সাহায্য নিন।