সম্প্রতি জীবন আপনাকে কী শিখিয়েছে?

    সম্প্রতি জীবন আপনাকে কী শিখিয়েছে?

    Doctor Asked on July 29, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      ১. কখনো মানুষের মুখে শুনে কারোর সম্পর্কে বিচার করবেন না বা মন্তব্য করবেন না । সবসময় মনে রাখবেন ঘটনার পিছনেও ঘটনা থাকে । কোন ঘটনার জন্য কাওকে দায়ী না করে বরং সেই ঘটনার কারণ খোজার চেষ্টা করবেন ।

      ২. যেকোনো কথা শুনে তা আবার প্রচার করার আগে নিজেই যাচাই করে নিন তা সত্য কিনা ।

      ৩. মানুষকে টাকা ধার দিলে তা কখনোই ফেরত পাবার আশা করে দিবেন না । যে পরিমাণ টাকা আপনার নিঃস্বার্থভাবে দান করার ক্ষমতা আছে সেই পরিমাণ টাকাই অন্যকে ধার দিন । ফেরত না পেলেও যেন মনে কষ্ট না থাকে , সম্পর্ক না ভাঙে ।

      ৪. যেকোনো কাজ করার আগে সেই কাজে সফল এবং অসফল দুইজন মানুষের কাছেই পরামর্শ নিন । সফল মানুষ বলবে আপনাকে কি করতে হবে আর অসফল মানুষ বলবে আপনাকে কি করতে হবে না ।

      ৫. জীবনের যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে বন্ধুদের সাথে বা সমবয়সী কারোর সাথে আলোচনা করুন । এবং তারপর এমন কারোর সাথে আলোচনা করুন যারা আপনার সেই বয়সটা পার করে এসেছেন । বন্ধুরা সমবয়সী অর্থাৎ তাদের মস্তিষ্ক আপনার মতই । আপনার সিদ্ধান্তে যেসব ত্রুটি আছে তা তারা দূর করে দেবে । আর বয়স্করা আপনার সিদ্ধান্তের ভালা ও খারাপ দিক গুলো আপনাকে দেখিয়ে দিবে ।

      ৬. নিজের সমস্যা নিয়ে একের অধিক বন্ধু ও একের অধিক জ্ঞানী মানুষের সাথে আলোচনা করুন ।

      ৭. কোনো কিছু শিখতে হলে বিনয়ের সাথে শিখুন । শিক্ষার্থী অবস্থায় লজ্জা, ভয়, মানসম্মান, আত্মমর্যাদা, ইগো এগুলো ত্যাগ করতে শিখুন । আর একবার শেখা হয়ে গেলে মাথা উঁচু করে বাঁচুন ।

      ৮. হাতে সময় থাকলে যেকোনো মানুষের যেকোনো উপদেশ মন দিয়ে শুনুন । জীবনের যেকোনো সময় কাজে লেগে যেতে পারে ।

      ৯. বাবা মা সবসময় সন্তানের ভালো চান । হয়তো কখনো কখনো তারা বুঝে উঠতে পারেন না যে কিসে সন্তানের ভালো হবে কিন্তু তাই বলে তাদের কোনো সিদ্ধান্তকে অবজ্ঞা করবেন না বা তাদের কথার মাধ্যমে ছোট করবেন না ।

      ১০. যেকোনো পেশার মানুষই সমাজের জন্য গুরুত্বপূর্ণ সে হোক রাস্তার ঝাড়ুদার কিংবা রিকশা চালক অথবা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির এম.ডি । সবার সাথে বিনয়ের সাথে কথা বলবেন সম্মান দিতে না পারেন অন্তত খারাপ ব্যাবহার করবেন না । সামর্থ্য থাকলে ভাড়ার চেয়ে ১০-২০ টাকা বেশি দিবেন । কখনো ভাববেন না যে তারা তো অনেক পায় । শুধু ভাববেন যে আপনি কতজনকে দেন । তাদের সাথে হাসিমুখে বিনয়ের সাথে কথা বলে দেখবেন তারা আপনাকে আজীবন মনে রাখবে । রাস্তায় কোনো বিপদে পরিচয় থাকলে তারাই আপনার সাহায্যে এগিয়ে আসবে ।

      Professor Answered on July 29, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.