সাফল্যের সহজ উপায় কী?
১. কোন সুযোগ হাতছাড়া করা যাবেনা
একবার বিশ্বের সেরা ধনী বিল গেটসকে একজন সাংবাদিক সাক্ষাৎকার নেন। এবং ওই সাংবাদিক বিল গেটসকে ধনী হওয়ার রহস্য সম্পর্কে জিজ্ঞাসা করেন।
তখন বিল গেটস সমস্ত লোককে হতভম্ব করে দিলেন। তিনি তার পকেট থেকে একটি চেক বই বের করলেন। তাকে দিয়ে বলেন : সংখ্যা বসিয়ে নাও তুমি তোমার মন মত । তখন স্তব্ধ হয়ে যান ওই সাংবাদিক
বিল গেটস তার চেকটা ফেরত নিলেন এ অবস্থা দেখে । এবং বললেন আপনার কাছে অনেক বড় একটা সুযোগ ছিল পৃথিবীর সবচেয়ে ধনী সাংবাদিক হওয়ার কিন্তু আপনি হারিয়ে ফেললেন এই সুযোগটি ।
কেননা কোন ধনীরা কোন সুযোগ ছেড়ে দেয় না। অর্থাৎ হাতছাড়া করে না। বরং সে তার থেকে ঝাঁপিয়ে পড়ে। এই সফল হওয়ার উপায় অনেক গুরুত্বপূর্ণ ।
২. জীবনে সফল হওয়ার উপায় হলো ব্যর্থতাকে বানান সাফল্যের চাবিকাঠী
ব্যর্থতাকে বানান সাফল্যের চাবিকাঠী অতএব আমাদেরকে গ্রহণ করতে হবে ব্যর্থতা। হতাশা দূর করে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে পাওয়া যাবে সাফল্য।
জ্যাক মা তার জীবনে বহুবার ব্যর্থ হয়েছেন। কিন্তু শেষ পর্যায়ে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে গেছেন। তিনি হলেন আলি বাবার প্রতিষ্ঠাতা।তিনি তার জীবনে প্রায় 17 বার ব্যর্থ হয়েছেন। তারপর সফলতার মুখ দেখতে পেরেছেন।
৩. জীবনে উন্নতি করার উপায় হলো আত্মবিশ্বাস
অর্থাৎ আত্মবিশ্বাস হলো সফল হওয়ার একটি উপায় । আপনার এই আত্মবিশ্বাস আপনার নিজের জীবনকে ঘুরিয়ে দিতে পারে।
এক বড় ব্যবসায়ী একটি সমস্যার কারণে তিনি প্রায় দরিদ্র হয়ে গেলেন। এবং মনের দিক দিয়ে পুরোপুরি তিনি ভেঙ্গে পড়লেন।
সবকিছুই ছিল তার সামনে রাতের অন্ধকারের মতো অন্ধকার। তিনি এমন কোন পথ দেখতে পেলেন না যে পথ দিয়ে সে বাহিরে আসতে পারবে।
এই বিপদের সময়। তিনি একটি উদ্যানে বসে বসে ভাবছিল।
ঠিক তখনই একজন লোক তার কাধে হাত দিল। তখন সে ওই লোকটার দিকে তাকিয়ে দেখল সে একজন বৃদ্ধ ব্যক্তি।
তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলল তুমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই উদাস ।এবং কোন একটি সমস্যায় পড়েছো। এ অবস্থায় আমি কি তোমাকে কোন হেল্প করতে পারি ? ঐ যুবকটি বলল আমাকে কোন ব্যক্তি সাহায্য করতে পারবে না।তখন বুড়ো বললো কি সমস্যা ? আমি আপনাকে সাহায্য করব এবার ছেলেটি রেগে গিয়ে বলল আমার এখন পাঁচ লক্ষ ডলার দরকার।
বৃদ্ধ লোকটি হাসতে লাগলো এবং বলল মাত্র এতোটুকু-ই। তিনি তার পকেট থেকে একটি চেক বই বের করল।
তারপর 5 লক্ষ ডলারের একটা চেক লিখল। তারপর এই চেকটি ওই যুবককে দিল।
এবং বলল ঠিক এক বছর পর আমাকে টাকাগুলো ফেরত দেবে এই পার্কে এসে।
আমি হলাম Jahan D. Rock failure আমার নাম তুমি নিশ্চয়ই শুনেছ।
জাহান ডি রক সে সময়ের অন্যতম ধনী এবং সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল।
এটা বলে বৃদ্ধ মানুষটি ওখান থেকে চলে গেল। যুবকটি চেকটির দিকে তাকিয়ে ভেবেছিল একটি অচেনা লোকটিকে আমার ওপর এত ভরসা করছে
অথচ আমি আমার নিজের উপর আত্মবিশ্বাস করছি না।
তারপরে ছেলেটি কেবল চেকটিই নয় আত্মবিশ্বাসের সাথে ঘরে ফিরে যায়।
চেকটি আলমারিটিতে রেখে দিলেন। তারপর ঐ যুবক নিজে নিজে প্রতিশ্রুতি নিল যে, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে।
ধীরে ধীরে সে ব্যবসা উন্নত করতে লাগলো এবং সে সফলও হল।
এক বছর পরে যুবকটি পার্কে গেল চেকটি নিয়ে । তিনি বৃদ্ধের জন্য অপেক্ষা করতে লাগলেন । প্রায় ২-৩ ঘন্টা অপেক্ষা করার পর দেখলেন বৃদ্ধ লোকটি আসছে।
তার সাথে দেখতে পেল দুজন নার্স আসতেছে। ওই যুবক ঐ নার্স দুজনকে জিজ্ঞাসা করল এই বৃদ্ধ ব্যক্তিটির কি হয়েছে ? নার্সারা বলল আপনাকেও কি চেক দিয়েছে?
সে একজন পাগল । Jahan D. Rock failure নামক ব্যাক্তির সাথে তার চেহারা অধিকাংশই মিলে যায়। তাই সে নিজেকে Jahan D. Rock failure দাবি করে।
ঐ যুবকটি চিন্তা করতে লাগলো। আমি কীভাবে এত উন্নতি করেছি ? মূলত এই যুবকের নিজের উপর আত্মবিশ্বাস ছিল জার কারণে সে এতো উন্নতির উচ্চ চূড়ায় পৌঁছাতে পেরেছে।
এই জীবনে সফল হওয়ার উপায় অনেক গুরত্বপূর্ণ । তাই অবশ্যই নিজের জিবনে প্রয়োগ করার চেস্টা করবেন।