সামাজিক মাধ্যম দেখে কারোর মানসিকতা বোঝা যায় কিভাবে?
সামাজিক মাধ্যম দেখে কারোর মানসিকতা বোঝা যায় কিভাবে?
সরাসরি না মিশেও সামাজিক মাধ্যমে কাউকে দীর্ঘদিন ফলো করে তার গতিপ্রকৃতি বা তার থেকে কি পাওয়া যেতে পারে তা কিছুটা বোঝা যায়। তবে এটা নির্ভর করে সে কতটা এক্টিভ তার ওপর ( সবাই যথেষ্ট পরিমাণে এক্টিভ হয়না)
সে কি বিষয়ে নিজে পোস্ট করে বা অন্যের পোস্ট শেয়ার করে তা দেখুন। পোস্টে কোন বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে তা বুঝুন। সে নিজে লিখেছে এবং শেয়ার দিয়েছে কারন ঐ বিষয়ের সাথে সে একমত। এভাবে একজন মানুষের রাজনৈতিক আদর্শ কেমন, সে প্রগতিশীল না সাম্প্রদায়িক বুঝতে পারা যায়। কেউ হয়তো প্রচুর ট্যুরের ছবি আপলোড দেয় যার মানে সে ট্যুর পাগল। সে যদি প্রচুর মিম বা জোকস টাইপ পোষ্ট শেয়ার করে তখন বুঝতে হবে সে মজা প্রিয়। তবে এখানেও খেয়াল করার বিষয় আছে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর আবর্জনা বা লেইম টাইপের ফানি কনটেন্ট আছে যেসব পছন্দ করা মানুষের সংখ্যাও কম না। অনেকেই এলেবেলে টাইপ “ফানি” পোস্টেও হাহা দেয়। তখন বোঝা যায় তার রুচি নিম্নমানের। এখন কোনটা ভাল আর কোনটা নিম্নমানের মজার কনটেন্ট তা বুঝতে পারার ক্ষমতা আপনার উপরেই ছেড়ে দিচ্ছি
কেউ কোন ধরনের কনটেন্টে কি রিএক্ট এবং কমেন্ট করছে তা দেখেও একজন মানুষের লুকিয়ে রাখা স্বত্বা সম্পর্কে অনেক কিছুই জানা যায়। সে কোন বিষয়ে কিভাবে চিন্তা করে বোঝা যায়। আমি পরিচিত অনেক ” ভালমানুষ” কেই বিভিন্ন পেইজের কমেন্ট বক্সে কুৎসিত সব গালিগালাজ করতে দেখেছি। এটা তারই ভেতরের মানুষটার একটা অংশ। সামনে যতই ভদ্রলোক সাজুক কত আর অভিনয় করবে বলুন। সে হয়তো ভাবেওনি তার এসব গালাগাল কেউ দেখছে এবং তাকে নিয়ে নতুনভাবে চিন্তা করছে। কিন্তু আমি তো দেখে ফেললাম সে কি।