স্বপ্নে নিজেকে মৃত অবস্থায় দেখার অর্থ কী?
আমি আজ স্বপ্নে দেখেছি আমি মৃত এবং আমি পুরোপুরি অনুভব করেছি যে আমাকে গোসল করানো হচ্ছে, বিভিন্ন কেমিক্যাল আমার দেহে মাখানো হচ্ছে। আমিও এও অনুভব করেছি যে আমাকে একটা রুমে রেখে সবাই চলে যেতে চাইছে। আমি তাদের বলতে চাইছি আমাকে একা রেখে যেও না আমার ভয় করছে। কিন্তু ঠিক বলে উঠতে পারছি না। আমি মৃত অবস্থায় আমার সাথে যা যা হচ্ছে সবই বুঝতে ও দেখতে পারছি কিন্তু আমার কথা কাউকে বলতে পারছি না। আমি জানতে চাই এই ধরনের স্বপ্নের সত্যিকারের অর্থ কী?
চিন্তা করার কোনো কারণ নেই এমন স্বপ্ন অনেকেই দেখে থাকে।
সাধারণত আমাদের বিশ্বাস মতে যেকোনো স্বপ্নের একটি করে যথার্থ অর্থ থেকে থাকে। এমন বহু ব্যাখ্যা আমরা স্বপ্ন বিষয়ক বিভিন্ন বইয়ে দেখতে পাই। সেই অর্থে নিজের মৃত্যু দেখা মানে হল আপনার পরিবারের অথবা অপর কোনো আত্মীয়ের মৃত্যু ঘনিয়ে আসা। ব্যাখ্যায় দেখা যায়, নিজে বা নিজের কেউ মারা গেলে বাস্তবে অপর কেউ মারা যায়, আর অপর কাউকে মারা যেতে দেখলে বাস্তবে নিজের কেউ মারা যান। এক্ষেত্রে আপনি যেহেতু নিজের মৃতদেহ দেখেছেন সেহেতু অপর কেউ হয়ত মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় আপনি চিন্তামুক্ত হয়ে ফকিরকে অথবা মসজিদে কিছু অর্থ দান করতে পারেন।
আবার আরেক অর্থে বলা যায় যেকোনো মৃতদেহ দেখলে রোগমুক্তির সম্ভাবনা রয়েছে।