স্মার্ট হব কিভাবে?
🔹একজন স্মার্ট মানুষের গুণাবলী
◼️স্মার্ট মানুষ কখন কোন কথা বলবে তারা সেটা বুঝে-শুনে কথা বলে।
◼️স্মার্ট মানুষজন হিসাব-নিকাশ করে কথা বলেন।কিছু কিছু ক্ষেত্রে তাদের শব্দ চয়ন অত্যন্ত উঁচু মানের।
◼️স্মার্ট মানুষরা কখনো কাউকে ব্যক্তিগত আক্রমণ করেন না।
◼️একজন স্মার্ট মানুষ নিজের ব্যক্তিগত হতাশার গল্প অন্যের কাছে শেয়ার করেন না।
◼️স্মার্ট মানুষরা আগ বাড়িয়ে কারো সাথে ঝগড়া বাধিয়ে দেন না।
◼️স্মার্ট মানুষরা কারো বিরুদ্ধে প্রোপাগন্ডা ছড়ান না।
◼️স্মার্ট মানুষ অন্যের ব্যক্তিগত বিষয়ে অনধিকার চর্চা করতে যাননা।