হাতের তালু, পায়ের পাতা ঘামে ও অনেক বেশি চুলকায়, এর সমাধান কী?
হাতের তালু, পায়ের পাতা ঘামে ও অনেক বেশি চুলকায়, এর সমাধান কী?
Add Comment
হাতের তালু ঘামা একটা এমন সমস্যা যার খুব ভাল কোন চিকিৎসা নেই। কিন্তু তার সাথে দানা হওয়া বা চামড়া ওঠা কিছুটা অস্বাভাবিক। যখন দানা বের হবে এসব ফাটাবেন না। হাত ভাল হ্যান্ডওয়াশ দিয়ে পরিস্কার করবেন এবং সামান্য পানি মেশানো গ্লিসারিন লাগাবেন। যেহেতু এটা এমনিতেই সেরে যায় সেহেতু বেশি চিন্তা করার কিছু নাই।
সুলতানা পারভীন
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
পাবনা সদর ,পাবনা।