হাতের ব্লেডের কাটা দাগ ও সেলাইয়ের দাগ কী করে দূর হবে?
হাতের ব্লেডের কাটা দাগ ও সেলাইয়ের দাগ কী করে দূর হবে?
Add Comment
সার্জারির মাধ্যমে ব্লেডের কাটা দাগ ও সেলাইয়ের দাগ সারানো সম্ভব। তবে তা সময় ও ব্যয়সাপেক্ষ। এজন্য আপনাকে প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হতে হবে। তিনি সবকিছু দেখে ব্যয়ের হিসেব দিতে পারবেন। প্রয়োজনে কসমেটিক বা লেজার সার্জারির দরকার হতে পারে।