|
হিন্দু মুসলিম বিয়ে হলে কি কোনো আইনি ঝামেলায় পড়তে হবে?
একটা মুসলিম ছেলে কি একটা হিন্দু মেয়েকে বিয়ে করতে পারবে? মুসলিম ছেলে হয়ে হিন্দু মেয়েকে বিয়ে করলে আইনি কোন ঝামেলায় পড়তে হবে নাকি এই বিষয়ে একটু বিস্তারিত বলবেন?
Add Comment
মুসলিম বিধান অনুযায়ী বলতে গেলে হিন্দু মুসলিমের বিয়ে কোনোভাবেই বৈধ না। ইসলাম এটিকে গ্রহণ করে না।
আইনের দিক থেকে বলতে গেলে হিন্দু মুসলিমৈর বিয়ে হতে পারে। এক্ষেত্রে দুটি নিয়ম প্রযোজ্য।
প্রথমত, একজন নিজের ধর্ম পরিবর্তন করে অন্যজনের ধর্ম গ্রহণের মাধ্যমে।
দ্বিতীয়ত, দুজনই নিজ নিজ ধর্ম বর্জনের ঘোষণা করে বিশেষ বিবাহ আইন ১৮৭২ অনুসারে।
পৃথিবীতে এমন অনেক দৃষ্টান্তই আছে হিন্দু মুসলিম বিয়ের। যেহেতু মেয়েটি হিন্দু সেক্ষেত্রে মেয়ের বাবার বাড়ি থেকে যদি আইনি জটিলতা না তৈরি করে তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু হিন্দু পরিবার অনেক ধর্মগোঁড়া হয়ে থাকে। তাই মামলা বা আইনি জটিলতার সম্ভাবনা অনেক বেশি। আর এক্ষেত্রে মেয়ে যদি কোনোভাবে বাবার বাড়ির পক্ষে সাক্ষী দেয় তাহলে এই ধরনের মামলা থেকে বাঁচার উপায় নেই বললেই চলে। তাই যা-ই করুন না কেন ভেবে চিন্তে করুন। ধন্যবাদ
লিখেছেন :
ফারজানা রিংকী
সিনিয়র সহ-সম্পাদক ও ফিচার এডিটর
প্রিয় অ্যানসার, প্রিয়.কম।